শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২০০

অ ভাই জিব্রাইল, আদি খবর জানতে গিয়ে পড়িল মুশকিল।।
যখন তুমি পয়দা হইলে, নিজ রূপে মুগ্ধ রইলে।
সত্তর বৎসর শুকরিয়াতে পাইলে দলিল।
ছয় হাজার ছয়শত পরে, জান্নাতে ভ্রমণ করে।
ছয় শত বৎসর উড়ে সেজদা হুরেতে পড়িল।।
এক রাকাতের সওয়াব দ্বারা, নবী ছাহাবের উম্মতেরা
একা একজন সেই বেহেশতের হইবে কাবিল।
নির্জনে থাকিবে একা, হাদিছেতে আছে লেখা।
সেই একার অর্থে নিয়া বুঝিল খলিল।।
আবদুল আযীয জেনে ইহা, প্রশ্ন উঠে যাহা তাহা।
একম দ্বিতীয় নাস্তি হইল দলিল।।