শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৫৩

আজব খেলা দেখে তাজ্জব, প্রাণ বন্ধুয়ার কারখানা।
কারিম ফরিদ রাহিম পাইয়া, কি আছে আর ভাবনা।।
তিন হরফে কাফের শব্দ, কাফ ফে রে দেখে ধন্ধ।
কারিমের কাফ প্রথম লিয়া, 'কাফের' শব্দ রচনা।।
ফারদু বেতরু তৌহিদ বাণী, তৌরিত ভাষায় কাদের গণি।।
ফারদু শব্দের ফে লইল, কাফের পরে দেখ না।।
রাহমান রাহিম নাম যাহার, দয়া দান কাম তাহার।
রাহিমের রে হরফটি ফের পরে হয় মিলানা।।
কারিম মানি দানকারী, ফরদু মানি একা বারী।
রাহিম মানি দয়াল দাতা, লোগাত খুলে দেখ না।।
কাফের শব্দের তিন অক্ষরে, যে ধাতুতে নির্মাণ করে।
বেহেশতী কাফুরে ইহার, ধাতু যুক্তে ঘোষণা।।
যে ঘরে খোশ গন্ধ থাকে, ছাড়পোকা পড়ে বিপাকে।
সুগন্ধ তার নাকে সয় না, সে কারণে থাকে না।।
ফকীর দরবেশ ব‍্যক্তি যারা, আল্লাহর প্রেমিক তারা।
সূর্যের মত স্বভাব তাদের, কাহাকে হিংসা করে না।।
হিংসা বশে পেচক পাখি, খোরলে বসিয়ে ঢুকি।
সূর্যের রৌশনী তাহার চক্ষে দিনে মানে না।।
আবদুল আযীয তোমায় বলি, ফেলে দিচ্ছ হিংসার ঝুলি।
সতর্ক থাকিবে যেন পুনঃ এসে ঘিরে না।