ঐ কি ধ্বনি শুনি গো, আমি ঐ কি ধ্বনি শুনি।
হুহু শব্দের বাদ্য বাজে কাঁপে গো মেদিনী
এমন মধুর ধ্বনি প্রেমের লহরী।
কে যেন পেছনে থেকে আমায় ডাকে শুনি।।
কেমন রসিকে গায়, মন মোহিনী বাজনায়।
ছন্দে বন্দে বাঁশীর সুরে কাড়িল পরাণী।।
আউলিয়া ফকীর যারা, শুনে বাদ্য মাতোয়ারা।
না বুঝিয়া অরসিকে করে কানাকানি।।
ইউছাব্বেহু লিল্লাহে মাফিছ ছামাওয়াতে অল আরদে।
কীর্তনে কীর্তন করিয়া কাঁপাল মেদিনী।।
আবদুল আযীয হইয়া ধন্দ, দিবা নিশি ভাবে বন্ধ।
শুনে বাদ্য মনানন্দ উদাস পরাণী।।