শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৮৮

কেন মোরে করিলে হরণ।
শত্রু হতে রক্ষা পেতে হয়েছিলাম সমর্পণ।।
আছ তুমি বিশ্বপতি, করে তোমায় সবায় স্তুতি।
নানা ছলে তব গতি পতিত পাবন।।
বিশ্বাস করিয়া তোরে, অর্পণ করিনু মোরে।
আমানত গজব করা কোন শাস্ত্রে আছে বর্ণন।।
আমায় আমি অন্বেষিয়া, তোমা হতে পেতে গিয়া।
তোমা বই আর কিছু নাই, পেনু তোমার এই বচন।।
পর-হরণ সিদ্ধ হলে, ভেদ বিধান কোথায় রইলে।
সবই গেল ভোজের বাজী শুধু বিড়ম্বন।।
পেলেম না আমাকে আমি, ভোগ বিলাসে সবই তুমি।
কখন স্বর্গে কখন মর্ত‍্যে সর্বে বিচরণ।।
হরণ করে আমায় নিয়া, বে-নিশান বানাইয়া।
আবদুল আযীয নাম রাখিলা আদম ছুরতের মতন।