মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৪৩

তুমি না জানাইলে বন্ধু, কে জানে তোমায়।
লুকান মাণিক‍্য ধন, কিবা ফল তায়।।
বন্ধু অ, ১৮ই ছিপারাতে, ছুরে নূর চার রুকুতে
লিখা আছে পহেলাতে, তোমার নিজ পরিচয়।।
বন্ধু অ, আসমানের জমিনের জ‍্যোতি, ইহাই তোমার স্থিতি
অপরূপ সেই মূরতি, ধরা মহা দায়।।
বন্ধু অ, নানা রঙ্গে কর খেলা, প্রেমিকের প্রেম কমলা
ভাবুক বুঝে সেই মামেলা, তৌহিদের সিংহ দরজায়।।
বন্ধু অ, জান তুমি এত ফাঁকি, বটে পটে লুকি চুকি
স্বকরুণে দিলা উকি, গ্রাম বালিনায়।।
বন্ধু অ, দেখিয়া তোমার ছন্দ, ভাবুকেরা ভাবে বন্ধ
অমৃত সুধার গন্ধ টের পাইল দু-চার জনায়।।
বন্ধু অ, তোতা মিয়া টের পাইয়া, ঘৃণা লজ্জা বিসর্জিয়া
নামের মালা গলে লইয়া, আযীযিতে দিন কাটায়।।