শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১০২

মাগো জগৎ জননি, তোমার পুত্রে ডাকে মাগো জবাব দিবা নি।
মাগো জগৎ জননি, খাতুনে জান্নাত তুমি, তব পদে নমি আমি।
নবীর বেটি ফাতেমা গো, জগৎ জোড়া শুনি।।
মাগো জগৎ জননি, ময়ূর রূপ যখন ছিল, গলে হার কে পরাইল।
হারের রূপে ছিলা মাগো কেমন সন্ধানী
মাগো জগৎ জননি, তোমার পরিচয় চাই, নয়ত আমার উপায় নাই।
আসল ভেদ বুঝাইয়া শান্তি দিবা নি।।
মাগো জগৎ জননি, শহীদ কারবালা কালে, কিরূপে তথা আসিলে।
ঝাণ্ডাপূর্ণে পদতলে ছায়া পাব নি।
মাগো জগৎ জননি, তোমার কোলে রব আমি, যথা আছে কাদের গনি।
পুত্র ছেড়ে মাতা রইতে বিধান আছে নি?
মাগো জগৎ জননি, আবদুল আযীয ভবপার, কারবালা করিয়া সার।
গলেতে পড়িয়া হার কলঙ্ক কাহিনী।।