শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১২

হায় হায়, একি চমৎকার !
গাফেল হইয়া ভবসাগর কেমনে হবি পার ।।
মন রে, সত্যের আসল কথা ছয়টি ভাগে আছে ।
ডর শরম এই দুই ত্যাগী তার পাছে ।।
চতুর্থ জেকের সদা, পঞ্চমে একিন ।
অনুরাগ ও ভয়ের মাঝে ষষ্ঠমের দ্বার ।।
মন রে, ইহা না আমলে এনে সরাজারী করা ।
শুকনা নদীর মধ্যে যেমন জলে ডুবা মরা ।।
পীর ফকীর দাবী করা বড়ই নাদানী ।
শরিয়তে খোদার নিকট হবে গোনাহগার ।।
মন রে, শাহাদাত কালেমাতে আছে মুসলমানী ।
আলহামদু লিল্লাহ পড় জেনে তার মানি ।
কোরআনে আলহামদু লিল্লাহে নবীর কলমায় তুমি ।
তুমি ফের স্বয়ং কলমা ইহাতে বেপার ।।
মন রে, দিলে কলমা জেছেমে দিল, জানিবে বা খোবী ।
বদনের উজির জবান, বুঝে নিবে সবই ।
জবানের মুর্শেদ লব নিচু ঠোটে তৌহিদ ।।
উপরের ঠোটে সাক্ষী রাসুল আল্লার ।।
মন রে, রোজ মেছাকের দিনে হল মুসলানী ।
রোজ মিছাক ওয়াদার দিবস, জান তার মানি ।।
আদমের পিঠে যখন আছিল বসতি ।
'কালুবালা' সে সময়ে হয়েছে প্রচার ।।
মন রে, 'ছালামু আলেক' নিয়া এনু ভব পরে ।
'ওয়া আলায়কা' নিয়া দান যাব পুনঃ ফিরে ।।
বিছমিল্লাতে শুরু আর কলমায় মুসলমানী ।
সাত জায়গাতে নবী ছাবের বাসস্থান আর ।।
মন রে, প্রথম ছেতারা, দুছরা দাউদ নবীর পিঠে ।
তৃতীয় আবদুল্লাহ ছলব, চৌথে আমেনার পেটে ।।
পঞ্চমেতে বেহেশত ছয় কোরবাতে সাই
সপ্তমেতে মুসলমানের দিলের মাজার ।।
মন রে, আরশ হইতে আসিয়াছ বেহেশত ঠিকানা ।
সমাধি স্থান জান, মাটি নামে চিনা ।।
আদমপুর হতে পুনঃ রসুলপুরে গতি ।
খোদাগঞ্জ যেতে পুনঃ হইবে তৈয়ার ।।
মন রে, এ জীবনে না বুঝিলে আর বুঝিবে কবে ?
পরের চিন্তায় দিন রজনী কাল কাটিয়া যাবে ।।
গাফিলী ছাড়িয়া মন হও হুশিয়ার ।
আবদুল আযীযে দিল অকূলে সাঁতার ।।