শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩

ঠেকলাম আজব কলে, আজি ঠেকলাম আজব কলে ।
কালু বালার ফাঁদ পাতিয়া, লাগলো ফাঁসি আপন গলে ।
আমি কি তোর রব ছওয়ালে, হাঁ বলিয়া জবাব দিলে ।
আপনা ফাঁদে আপনি পড়লে, ছুটবে এখন কোন কৌশলে ।।
মরণ কৌশল অগ্রগণ্য, এ পথ বিনে সবই শূন্য ।
মরার আগে মরতে পারলে ছুটবে ফাঁসি এই কৌশলে ।
মরার আগে মরণ দায়, হিংসা নিন্দা সবই যায় ।
মরার গন্ধে শৃগাল কুকুর স্ব স্বভাবে বিষম গোলে ।।
মরার আগে মরা হইলে, ঐ ফাঁদ কি আর থাকে গলে ।
আপনে আপনে পড়ে ঝরে আবদুল আযীয এই কৌশলে ।।