শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩৬

ও ভাই মাওলানা, মিলাদের কিতাবখানা খোলে দেখ না।
ও ভাই মাওলানা, দোষী গুণী অর্থ জানলে হইয়ে রবে দেওয়ানা।।
ও ভাই মাওলানা, এজহারে জাত হবার কালে, কাহার নিকট জারী হলে।
আমি তখন কোথায় ছিনু বল না তার ঠিকানা।।
ও ভাই মাওলানা, আমি যদি না রহিত, কালামে 'কুন' কে শুনিত।
কে কাহাকে হুকুম দিত, সে পরিচয় বল না।।
খোদে খোদী মাখজানেতে, আমাকে পাইনু তাতে।
অনন্ত অসীম আমি রসিক বিনে জানে না।।
আউয়াল আখের রবে যদি, পর্দা চিরে দেখ উবুদী।
মাবুদিয়াতে বিরাজ করে আবদুল আযীয বাহানা।।