শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮৪

কে কাহার সেজদা নিবে।
অষ্ট অঙ্গে সেজদা বিনে, সেজদা সিদ্ধ কিসে হবে।।
খাকি বদন খাকে মিশে, অবশিষ্ট রুহু থাকে।
রুহের জাত অন্বেষিলে, ফেরেশতার জাত জেনে লবে।।
সেজদা কালে বদন ঘোরা, বিলীন হয়ে গেল সারা।
নূরে ছেফাত নূরে জাতে, সম্মিলনে সেজদা ভবে।।
সেজদায়ে মুর্শেদী যাহা, অষ্ট অঙ্গে হল কাহা।
সেজদা রুকুন নাই তাহাতে, শরীয়তে তাজিম হবে।।
খোদ পরিচয় আছে যাহার, সেজদার ভেদ জানা তাহার।
অযথাতে অবুঝগণে, গোলমালে পড়ে ভবে।।
আবদুল আযীযে বলে, শুদ্ধ দিলে তালাসিলে।
এলেমের দরিয়ার খবর, শরীয়তে পূর্ণ কবে।।