শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩৩

হায়রে উল্টা নায়ের খেওয়া।
যে বুঝিল পার হইল, পাইল স্বর্গের মেওয়া।।
নাও উল্টা মাঝি উল্টা, উল্টা নদীর পানি।
উল্টা মানুষ পার হইয়া করে আসা যাওয়া।।
উল্টা কথা, উল্টা ভাষা, উল্টা হাট বাজার।
উল্টা সদাই ক্রয় করিয়া নদী পাড়ি দেওয়া।।
ভাও উল্টা পেচ থাকিলে কিসে হবে পার।
উল্টা মরা অস্ত্র দিয়া পেচ কাটিয়ে যাওয়া।।
উল্টা নায়ের খেওয়ায় বসে আবদুল আযীয কয়।
আশেক ও আরেফ যারা পারে বুঝে নেওয়া।।