মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭২

খাদেম চিননি রে মন
নির্দোষ হইল সেই, খাদেম যে জন।।
রাব্বিল আলামিন যেই, সবার খাদেম সেই
বিচারে সাব‍্যস্ত হইল অখণ্ড বচন।।
দৃষ্টিতে পাইনু যত, মখদুম হইল তত
'হামদ ছানা' করে সবে, খাদেম কারণ।।
বিচারে নির্দোষ হইলে, খাদেম পদ তার মিলে
সকলের প্রিয় তিনি রসিক সুজন।।
রুহু পাক বদন পরে, খাদেম রূপে বিরাজ করে
'কুল্লু শাইঈন মুহিত' মওলা, সেরূপ তুলনা।।
খাদেমের খেদমত ছাড়া, মখদুম আপন হারা
অযথাতে যথা তথা, ঘটে বিড়ম্বন।।
তোতা মিয়া দোষী হইয়া, খাদেম বনিতে গিয়া
বে-আদব সাব‍্যস্ত হইল, 'রাজিম' মতন।।