পড়ব না আর ফাঁকির ফাঁকে।
ফাঁক বাজীতে স্বর্গ নরক ভয়াগ্রহ দিবে কাকে।।
রাজ বিদ্রোহী আইনের ধারায় নজর বন্দি থাকে।
নজর বন্দি কাম্য আমার রব সদা বন্ধুর বুকে।।
ভালবাসলে যদি পাব, বাসব ভাল কেন।
আমি ভালবাসি যদি তুমি ভালবাসবে কাকে।।
তোমায় ভালবেসে দোষী রহিব না আর।
আবদুল আযীয হল মত্ত ঘুরে বাঁকের ফাঁকে ফাঁকে।