দিল দরিয়ার পাক পানিতে অজু কর মন।
তিন ছিফতে পানি শুদ্ধ, অভাবে অজু বারণ।।
নফছানি গরজ হলে ছাহাওয়াত তারে বলে।
নারিল্লার হেরছ গোস্বায় অশুদ্ধের মূল কারণ।।
বাদ্য যন্ত্রে আওয়াজ হলে লতিফ সুর তাকে বলে।
আদমের রূহু লতিফ যে চিনে অমূল্য ধন।।
দিল দরিয়ায় অজু হইলে, লতিফে লতিফ মিলে।
এশকবাজীর সুরা পানে সদা রহে মুগ্ধ মন।।
আবদুল আযীয খোঁজ পাইয়া, পাক পানিতে অজু হইয়া।
লাহুত পুরে করে খেলা নাছুতের অদর্শন।।