লা ইলাহা ইল্লাল্লাহু তৌহিদ কালাম
গায়ের আল্লা ধ্বংস হইয়া এক আল্লার নাম ।।
বান্দা খোদা দুই থাকিলে শেরেক হইয়া গেল ।
শেরেক হইতে বাঁচতে চাইলে ফানাতে আনজাম ।।
লাইলাহাতে নাফী হইলে আমি রইলাম কই ।
কাহার এসবাত রইল মাশুকের মোকাম ।।
লাইলাহা ইল্লাল্লাহু আমানের ঘর ।
আমার মুর্শেদ সনদ দিল, লাহুতের কালাম ।।