এস বাছা ঘুরে আসি।
ফোরকানে খবর হইল, ঘুরিতেছে মানব রাশি।
রবি মেয়ে পুরুষ শশী, এলমে শরায় দেখ বসি।
উহ্য রেখে চন্দ্র সূর্য, ঘুরিতেছে মানব রাশি।।
ত্রিপিনীতে রবি শশী, ভেদে ধরা পাবি।
আসা যাওয়ার পথ ধরিয়া, গুরু শিষ্য স্বর্গবাসী।।
ত্রিজগৎ ঘুরিতেছে, বলে বিজ্ঞ বাসী।
ত্রিজগৎ আদমের নামে, ঘুরিতেছে রবি শশী।।
রক্ত মাংস পানি হাড্ডি রূপান্তরে ভাসি, আপন জাত বিকাশিয়া
পুনঃ আপন দেশে মিশি।।
আবদুল আযীয বলে বাছা চঞ্চল না কর মতি।
পর্বতের মত মন মোরাকাবায় রাখ কষি।।