পাষাণ মন রে, আর কত রবে ঘুমের ঘোরে।।
'কায়ফা তাকফুরুনা বিল্লাহে কুনতুম আমওয়াতান'।
কিরূপেতে ছিলা তখন বল না আমায় রে।।
জিব্রাইল অক্ষম হইল, আজরাইল পারিল।
কাফুরের মত মাটি, কোন জমিনে ছিল রে।।
'ফা আহইয়াকুম ছুম্মা ইউমিতুকুম' তার পরের বাণী।
কোন কবর হইতে পুনঃ আছে তুরজাউনে রে।।
কোথা হইতে কোন পথে, কোন জমিনে বাস।
কোন পথেতে আসা যাওয়া, করছ নি নিকাশ রে।।
আসা অর্থ জাহেরী, যাওয়া অর্থ গোপন।
আসল ভেদের খোঁজ পাইলে সকলই এক রকম রে।।
আজব পুরে আবদুল আযীয নিজ রং চায়।
দিন-রজনী এ তামাসায় কাল কাটাইয়া যায় রে।।