শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪১

মন, তোমার নিকট গোপন কথা বলব।
অন‍্য কাকে না শুনাইয়া তোমাকে শুনাব।।
সবজা ইয়াকুতের মহলে, আউলিয়াগণ জান্নাতী কালে।
ফলে ফুলে সুসজ্জিত বেহেশত পাইব।।
ফোরকানে হইল খোবী, 'অ ইয়ারজুকহু এন্দারাকি।
আহইয়া' বলিয়া খোদায় রিজিক পৌছাইব।।
ওলামা কামেল যারা, তফছির করিল তারা।
সবজা রঙ্গের কালেব নিয়া আউলিয়া থাকিব
কানে কানে শুন কই, সবুজ রঙ্গের জান্নাত ঐ।
পাতায় পাতায় সাজছে সবুজ সবজার কি বলিব
আবদুল আযীযে কয়, না বুঝিলে অবুঝ রয়।
বাকা বিল্লা লাভ করিলে বুঝিতে পারিব।।