শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৯

অ মন, সজাগ আছনি, রমজান শরীফ
নাম ধরিয়া চাঁদের রওশনী।।
আরবী মাসের বার নামের এক নাম রমজান,
ঘুরিয়া আসিলে পুনঃ শাওয়াল নামের ধ্বনি।।
শাওয়ালের নামে যখন চন্দ্র শিখা হয়,
নাম হিসাবে ঈদের দিবস হইল মুসলমানী।।
সুন্দর রেওয়াজ ইহা, এক মাহিনা রোজা রাখা,
উদয় অস্ত মধ‍্যখানে বন্ধ খানা পানি।।
এফতারের সময় হইল, ছেহেনে বসিয়া গেল,
দেশ বিদেশী সবায় এক দেখিতে নূরানী।।
প্রত‍্যেক মুসল্লীগণে এফতারি লইয়া সনে,
এফতার করে উদার প্রাণে মোমেনের নিশানী।।
নফছের গোলাম যারা, রোযা নাহি রাখে তাঁরা,
পশুর মত পেট ভরা, চরিত্র শয়তানী।।
আরেফ হইয়াছে যারা, নামাজ রোজা করে তাঁরা,
জাহিরীতে রোযা ধরা, নামাজে বাতেনী।।
আরেফ হইয়াছে যারা, পেটুক হবে কেন তাঁরা,
কম খাওয়া, কম শোয়া, আরেফের নিশানী।।
ধ‍্যানেতে আছেন সদা, পান করিয়া প্রেমসুধা।
আবদুল আযীয সুধা পানে মুগ্ধ পরাণী।।