মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২২১

খোদা তুই কুদরত কামাল, খোদা তুই কুদরত কামাল।
দয়া কইরে অধমেরে দেখাও জামাল।।
অনাদি অনন্ত তুমি, সবার পালক স্বামী।
রাব্বিল আলামিন তুমি আখের আউয়াল।।
তৃণ আদি যত ইতি, পাইল তোমার নূরের জ‍্যোতি।
চন্দ্র সূর্য বসুমতি নূরেতে উজ্জল।।
'লাতাকনাতু' ঠার পাইয়া, ওহহাব নামে বাঁধছি হিয়া।
এশকবাজি শিখাইয়া, করহ নেহাল।।
দেখিতে নূরের জ‍্যোতি, নয়নে বসাও মতি।
'আয়নাল একিন' প্রসারিয়া রাখহ বহাল।
দেখিতে দিয়াছ জ‍্যোতি, শুনিতে দিয়াছ শ্রুতি।
দান করিয়া পূর্ণ শক্তি কাট মায়াজাল।।
তোতা মিয়ার এই আরতি, সাধন পথে রাখ মতি।।
অন্তরে নূরের বাতি, জ্বাল হামেহাল।।