শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২১৪

কাহাকে বুঝাব দুঃখ, কে বুঝিবে অন্তরের ব‍্যাথা।
ব‍্যাথার ব‍্যাথী পাইতাম যদি, কইতাম মনের কথা।।
বন্ধুরে, ছিলাম আমি গহীন কাননে, প্রেম বাগানে বন্ধুর সনে।
মাটির ঘটে পাঠাইয়া রহিল প্রিয় কোথা।।
বন্ধুরে, বন্ধু আমার জীবনের জীবন, সঙ্গে থুইয়া পাইলাম না তার মন।
সে যে লুকিয়ে থাকে চমক ধরে, চুপকিয়ে বলে কথা।।
বন্ধুরে, আমার বন্ধু সর্ব গুণের গুণী, সমস্ত এলেমের খনি।
বন্ধু মোরে ভুল এলেমে, গোল করিল মাথা।।
বন্ধুরে, 'আমরে রাব্বি' এলেম গুণে, রইয়া গেল খোদ গোপনে।
এশকবাজী খেলার তরে এই পেয়ালা এথা।।
বন্ধুরে, শাস্ত্র গ্রন্থে ঠার দেখিয়া, দিল কিতাব তালাশিয়া।
বুঝলাম বন্ধু আছে ঘরে, ঠারে বলে কথা।।
বন্ধুরে, আমার বন্ধুর বাহাদুরী, কে বুঝিবে এই চাতুরী।।
বুঝতে পারলে লোকের মন্দ, পুষ্প হারে গাঁথা।।
বন্ধুরে, বন্ধু সনে প্রেম খেলিয়া, দিলাম ভবে সব ছাড়িয়া।
লোকনিন্দার অলঙ্কারে সর্ব অঙ্গে গাঁথা।।