ধন্য বলব কারে, হারে ধন্য বলব কারে।
দীনের নবী শেষ পয়গম্বর অসীম কৌশল প্রচার করে।
খায়রুল বাশার বটেন তিনি, দিন জারীতে রাখলেন খনি।
যে বুঝিল সন্ধান নিয়ে মারফত মণি পেলেন ঘরে।।
ভূত পুরস্তী ধ্বংস করে, নিজ পুরস্তী দিলেন ধরে।
নিরাকারে সেজদা করলে আকার যথা তথা পরে।।
শরীয়ত নাম রাখিয়া মারেফাতে মুতি নিয়া।
ইসলাম রূপে আত্মসাধন, বিজয়রূপে বিরাজ করে।।
আবদুল আযীয দেখে ধন্ধ, নবীজির প্রতিবন্ধ।
বুঝতে পেরে সদানন্দ, হৃদকমলে নিজ পুরে।।