যেজন তোমার সদর ঘাটে, সদায় ঘুরে ঘুরে ফিরে।
চিননি তাহারে বাছা, চিননি তাহারে।।
যাহার লাগি পাগল হইয়া, কলঙ্কের হার গলে নিয়া।
ছাড়িয়াছ ভবের মায়া, যাহার খাতিরে।।
আলেফের মানি আল্লাহ, দালে হল চারি লীলা।
চল্লিশ বৎসর ঘুরে এসে, মীমের ভেদে ধরা পড়ে।।
গুপ্ত কথা ব্যক্ত হলে, কলঙ্কের হার পরে গলে।
নতু সবায় এই মহলে, সদানন্দে বিরাজ করে।।
ইঙ্গিত করে বলে যাই, খাড়া হইয়া দেখ চাই।
আলিফ ছুরাত হলে তুমি আহাদ প্রচার করে।।
বাঁকা হইয়া রহ যদি, দালে পূর্ণ স্মরণ আদি।
বসলে মীমে মোরকাবা, আদমে গোলজার করে।।
মনের মানুষ এই সদরে, না চিনিলে পড়ে ফেরে।
আবদুল আযীয বলে তারে, রাখ সদা হৃদ মন্দিরে।।