শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২১২

আমি ঘুরে দেখলাম ভবপুরে, কোথাও আমার জায়গা নাই।
পরের পরে সবায় পাগল, আমি না পাই ঠাই।।
মন রে, কেহ ঘুরে স্বর্গ পাইতে, কেহ জাহান্নামের ভয়ে।
বেহেশত দোজখ না থাকিলে কীসের বাদশাই।।
মন রে, আল্লাহু নূরুছ ছামাওয়াতে ওয়াল আরদে, কালামে আছে।
মানি মতলব না বুঝিয়া বাহাদুরের ভাই।।
মন রে, লা ইয়ানজুরু ছুরাতে ইয়ানজুরু ফিল কুলুবে
কুলুবিল মোমেনীনে খুঁজলে জায়গা পাই।।
মন রে, দেহ প্রাণ বিছাইয়া, আমায় কেহ তালাসিয়া।
সন্ধি করলে সেই বিছানায় আমার হবে ঠাই।।
মন রে, দেহ প্রাণ এক করিয়া, দিল ভবে বিছাইয়া।
বিরাজ কর সদা তুমি, আবদুল আযীয নাই।।