পড়িলাম অকূলে রে বন্ধু, ভাসিলাম অকূলে।
প্রেম সাগরে ধরলাম পাড়ি, লাতাকনাতুর বলে রে।।
কানেতে লাগিল তালি, পানির চলা চলে।
ঢেউয়ে ঢেউয়ে ডুবি ভাসি, প্রেম সাগরের জলে রে।।
রহমান রহিম তুমি, জানি কালে কালে।
এ দাসের প্রতি একবার চাওনা নয়ন তুলে রে।।
তোমার প্রেমে ভাসিতেছি, অনুরাগের বলে।
দয়া করি নেওনা মোরে, তৌহিদের কুলে রে।।
মনে আশা করিয়াছি, যাইতে উজান বেলা।
মকর হাঙরের ভয়, বেলা ডুবি গেল রে।।
তোতা মিয়া শান্ত আছি, লাতাকনাতুর বলে।
এ দাসেরে স্মরণ কইর, বৈতরণীর কুলে রে।।