শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩৮

সবুজ রঙ্গের লেবাছ যেন পরেছ এবার।
ফলে ফুলে ঘুরে বেড়াও বুলবুলে প্রচার।।
তোমার নৃত‍্য কীর্তন দেখি, গোপন কথা ভুলছ নাকি।
আপন ছাড়া নৃত‍্য করা কীসে হয় বাহার।।
কইও খবর বন্ধুর কাছে, ফুল বাগান সাজ ধরেছে।
যুগে যুগে করব খেলা লীলা অবতার।।
আজাদী কালেব নিয়া, সোনা বন্ধের মুখ হেরিয়া।
ভুলিয়া রহিলে নাকি পাইয়া নিস্তার।।
আবদুল আযীয এই বিদেশে, পইড়ে রইল বন্দীবেশে।
জাতি শর্ত পূরণ কর চাবি নেও আমার।।