কোথায় রয়েছ বন্ধু খুঁজিয়া না পাই।
তোমার লাগি ভেবে ভেবে, সোনার তনু হল ছাই।।
বন্ধু, দিদারের হইয়া পিয়াসী, 'হু' নামে বাজাই বাঁশি,
দিবা নিশি আসা পানে চাই।
যেমন চাতক পাখি, পিউ পিউ রবে ডাকি,
ছয় ঋতু নিদাঘে কাটাই।।
বন্ধু, জানিয়া নগন্য দাসী, করুণাময় দিয়া হাসি,
কথা কহ শুইনে প্রাণ জুড়াই।
সাথে থাক সাথী রাখ, রহম নজরে থাক,
যেন এই দয়া চরণেতে পাই।।
বন্ধু, রেজ মিছাকে কি বলিলা, এথা এনে কি করিলা,
পুরাণ কথা কেন মনে নাই।
আমি যথা তুমি তথা, এই ছিল মিছাকের কথা,
এখন কেন ফির নানা ঠাই।।
তোতা মিয়া দোষের দোষী, তুমি মোর প্রাণ শশী,
নিস্কলঙ্ক জগৎ গোসাই।
হৃদয়ে উদিত হইয়া, রহমতের দিদার দিয়া,
শান্তি কর চরণে জানাই।।