পিরীত নহে সোজা কথা, প্রেম থাকে না যথা তথা।
আলু বলি কচু খাইলে, চুলকাইয়া গলা ফুলে।
দধি চুনে এক বুঝিলে খসে পড়ে জিহ্বার মাথা।।
পরের সঙ্গে পিরীত করলে, যাবে জীবন বিফলে।
আপন মাথে ব্যথা হলে দুঃখ পাবে কি পরের মাথা?
পিরীত করতে ইচ্ছা হলে, আপন কে তা জানতে পারলে।
কর পিরীত ইচ্ছামত দীনের নবীর এই কথা।।
না জানিয়া পিরীত করা, আলু বলি কচু খাওয়া।
আপনি খাইলা আপন মাথা, বে-আককেলের এই প্রথা।।
আউলিয়া দরবেশ যারা, আককেলের বাদশা তারা।
হুশিয়ারীতে পথে চলে পায়ে কাটা বেজবে কোথা।।
হিংসা ঘৃণা পদোন্নতি, সকলই পরের স্মৃতি।
নিজের সঙ্গে হিংসা বিবাদ কে করেছে কবে কোথা।।
নিজ ভুবনে বসতে জানলে, পিরীত কর সেই মঞ্জীলে।
সদানন্দ সেই ভুবনে আরেফের বসতি তথা।।
আবদুল আযীয বুঝ পাইয়া, পর পিরীতি ত্যাগ করিয়া।
নিজ পিরীতে বসত করে নাহি মনে কোন ব্যথা।।