মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৬৯

মন রে স্বাধীন
কত বার আইলি গেলি, না পাইলাম তোর চিন।।
পুনঃ পুনঃ আগমনে, নানা রূপ সাজ ধরণে
ধান্ধাবাজি লাগল চক্ষে, না হইল একিন।।
রূপে গুণে ধর নাম, লুকি চুকি তোমার কাম
বিরাজিত ঠামে ঠাম, নহে পরাধীন।।
সবুজ রঙ্গের পোশাক নিয়া, অমর উদ‍্যান সাজাইয়া
ফলে ফুলে বিরাজ কর, আকার বিহীন।।
কখন হও রাজাধিরাজ, কখন লও ফকীরের সাজ
অপাত্রে ঘৃনিত কখন, তুমি ইচ্ছাধীন।।
তোতা মিয়া কৌতূহলে, তোমার ইচ্ছাতে চলে
ইচ্ছার অধীন তুমি, করিলাম একিন।।