হৃদকমলে বসতে দিয়ে বে-দখলের নমুনা।
ভালবাসায় ঘটাইল যন্ত্রণা।
মনসুর হিল্লাজ বেসে ভাল, আনাল হক হইল কাল।
শূলেতে চড়াইয়া দিল জগৎ জোড়া ঘোষণা।
জোলেখা বাসিল ভাল, বদনামে জীবন গেল।
অতি উত্তম কিচ্ছা বলে কোরআন, পরে রব্বানা।।
শামসে তাবরীজ বেসে ভাল, গায়ের চাম উথারিল।
বে-দখল পাইয়া নিজে মাশুকপুরে রওয়ানা।।
ভালবেসে স্থান করিয়া, বে-আইনী বে-দখল পাইয়া।
জোরের পারা শিরে নিয়া ছাড়তে হল আপনা।।
আগে যদি জানি আমি ভালবাসা পাইতে কি তুমি?
হৃদকমলে স্থান করিয়া এখন ভোগী যন্ত্রণা।।
যা হবার হয়ে গেল, কি উপায়ে থাকি বল।
আবদুল আযীয নাম রাখিয়া তোমার হল কারখানা।।