দয়াল গুরুজী, খোদার বসতের কথা বলে দিবা নি।
তাহাকে না দেখে আমার বাঁচে না পরাণী।।
দয়াল গুরুজী, কোরআনেতে আছে বাণী, বলিয়াছেন কাদের গনি।
তত্ব কথা সত্য বটে দেখতে পাব নি।।
দয়াল গুরুজী, 'আকরাবু ইলাইহে মিনকুম অলা কিল্লা তুবছারুন'।
জীবন হইতে বহু নিকট মোর গুণমণি।।
দয়াল গুরুজী, আমার চক্ষের জ্যোতি নাই, দেখি না তাহাকে তাই।
চক্ষু ফুটবার শক্তি দিয়া দেখতে দিব নি।।
দয়াল গুরুজী, তোমাতে সপিয়া গেনু, আমি দাবী না রাখিনু।
তোমার চক্ষু আমার হইয়া দেখব দয়াল গনি।।
দয়াল গুরুজী, বা-হাক্কে হযরত আলী, গুরদা করে মহাবলী।
ফাঁকের ঘরে মেরে খিলি দিবস রজনী।।
দয়াল গুরুজী, আবদুল আযীয খেলে সদা, ইহাতে নাই আলবেদা।।
জীবনের জীবন করে সেই গুণমণি।।