শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৯৭

সহে না দারুণ পরাণে।
আর কতকাল রব জেলে মুক্ত হব কোন দিনে।।
'ছুম্মা ইলায়হে তুরজাউন', পেয়ে খুশী হল মন।
পাব কবে সেই সমন, যাইতে আপন ভুবনে।।
ছুটে গেল ভবের মায়া, রইল কেবল ছায়া কায়া।
কে যেন তাহার মাঝে সদা নিজ কীর্তনে।।
নিজ কীর্তনে হয়ে দুষী, পলাইল দিবানিশি।
আবদুল আযীয বলে একি, কোথা নিবে শমনে।।