ডাকব তোমায় কি নাম ধরে।
শান্তিময় নাম রাখিনু অশান্তি নাই তোর গোচরে।।
সৃষ্টিতে পাইনু যত, সকলই কল্পিত তত্ত্ব।
আদান প্রদান যতই রূপ, সবই দেখি শান্তিপুরে।।
শান্তিময় নাম ধরিয়া, নিজকে নিজে সাজাইয়া।
বিনা অস্তে দিন রজনী, ভাল মন্দ কীসে করে।।
ডাকাডাকি যেন ভুল, অশান্তি ইহারই মূল।
না ডাকিয়া গান গাহিব, থেকে এবার শান্তিপুরে।।
আবদুল আযীয তোমায় নিয়া, প্রেম বাঁশি বাজাইয়া।
বাঁশির সুরে মুগ্ধ প্রাণে অভিন্ন হৃদয় করে।।