অ মন, তুমি কতকাল রহিবে পরের বাড়ি।
আপন বাড়ির পরিচয় কর তাড়াতাড়ি।।
মন রে, এ বাড়ি তোমার নয়, নাহি কর আয়ুক্ষয়
'মান আরাফা' ঠারে কয়, জগৎ কাণ্ডারী।।
মন রে, যে বাড়ির করেছ আশা, তিল মাত্র নাই ভরসা
জাতে জাতে হবে মিশা, মায়া পরিহরি।।
মন রে, 'আরবা আনাছ' এর ঠাট, ভাঙ্গিয়া যাইবে হাট
দিন থাকিতে বান্ধ কপাট, গুরু ভজন করি।।
মন রে, পঞ্চ ভূতের ফানা বাড়ি, তাতে কর বাহাদুরী
রহিয়াছ ভুলে পড়ি, পাসরি পুরাণ বাড়ি।।
মন রে, পরের বাড়ির এই গুণ, ঝড় তুফানে হয় খুন
'ছুম্মা ইলাইহে তুরজাউন' বলেন পাক বারী।।
মন রে, 'লাম ইয়াকুন শাইয়ান' যাহা, আপন বাড়ির খবর তাহা
ধর তুমি সেই রাহা, ছাড় মুছাফিরি।।
মন রে, বাকা বাড়ি স্মরণ করি, পরের বাড়ির আশা ছাড়ি
তোতা মিয়া ঝড় তুফানের, করে এন্তেজারী।।