অ মন, শুনরে বর্ণন, মুছল্লী নামাযের কথা বলিব এখন ।
মন রে, দিলে নামায তনে তকবির, ফাহমে কেরাত,
রুকু সেজদা রুহের কাম, ছালাম আককল সাথ ।
পেশানি মসজিদ জান, সিনাতে মেহরাব,
মাথাতে মিম্বর, চক্ষে চেরাগ রৌশন ।।
মন রে, মস্তক কোরআন আর জবান মুসলমান,
মুছাফের পা দুখানি, দিল মমিন হন ।
নফছ আম্মারা যাহা, তাকে কাফের বলে,
তাহার মতে চলা নিষেধ, হলে মুসলমান ।।
মন রে, বিছমিল্লা কোরআনের ছের, জান হল আদব,
আরশ কোরআন ছুরা বকর, চেরাগ মুলকে সব ।
ছুরে রহমান তাজ, আর ইয়াসিন দিল,
ওকফে মানি স্থগিত হওয়া, মা ফাতেহা জান ।।
মন রে, আয়াতুল কুরছি জেনে রাখ কোরআনের ইয়ার,
কুলহু আল্লা রুহু বলে আছে ত শুমার ।।
ইহা জেনে তাসাওয়াফে করিলে সন্ধান
পাইবে তনের ভেদ মারেফাতের ধন ।।
মন রে পেশানি মসজিদ, চক্ষুতে গৌহর,
দন্ত হাড্ডী, জবান মাংস, দিলমমিন সার ।।
তন মাটি জীবন বন্ধু, ভুক হল আগুন,
নফছ আম্মারা হল কাফের বাতান ।।
মন রে, এই খবর না জানিলে মতলকের মত,
নাতেক হইয়া কি ফল হইল, জীবন গাফলত ।।
গাফেলি ছাড়িয়া মন হও হুঁশিয়ার,
আবদুল আযীয হুশিয়ার জনমের মতন ।।