শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪৭

সাউদ বেশের চুরি হইতে মাল গুদামে চাবি চাই।
আপন হাতে চাবি তালা হেফাজতে কল ঘুরাই।।
আকাশে পাতালে খেলা, কলে কলে হচ্ছে মেলা।
কখন হারি কখন জয়ী, স্ব-স্বভাবে প্রাণ কানাই।
চন্দ্রিমাতে চোরের মেলা, অমাবস‍্যায় লাগে তালা।
আমার হাতে খোলে তালা ভান করিল আলেক সাঁই।।
সত‍্য মিথ‍্যা ভাও করিতে, গোল ভাঙ্গিল প্রাণনাথে।
আবদুল আযীয মম ভাষে, নিজ কুদরতে খেলছে লাই।।