মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৭৮

নামাজ পড়না রে মন নামাজ পড়না।
ভুলেও ভুইল না কভু নামাজের সাধনা।।
'ওয়াকিমুছ ছালাত' বাণী, কোরআনেতে পুনি পুনি
বলেন আল্লাহ কাদের গণি, দেখে তুমি দেখ না।।
হামেশা কায়েমের অর্থ, জানিয়া লইও সেই তত্ত্ব
ফাঁক দিওনা এক মুহুর্ত, নামাজের কামনা।।
ওহে মন মোত্তাকিন, না হইও উদাসীন
'ফা ওয়াইলুল লিল মুছাল্লিন' কোরআনেতে বর্ণনা।।
যে দণ্ড নামাজ ছাড়া, 'ওয়াইলুনে' যাবে ধরা
পাঁচ ওয়াক্ত নির্দিষ্ট করা, মোমিনের ছলনা।।
হামেশা নামাজ যাহা, রূকু সেজদা নাহি তাহা
খাছ আল খাছ লোকে ইহা, করিতেছে সাধনা।।
নামাজে মেরাজ পায়, নবী সাহেব বলে যায়
সেই নামাজ এ জমানায় পড়িতেছে কয়জনা?
যেজন নামাজী হয়, ফাহেশা মুনকার নাহি রয়
তোমার নামাজ হয় কি না হয় কর না বিবেচনা।।
কামেল মুর্শেদ ধর, নামাজ বুঝিয়া পড়
অষ্ট অঙ্গ খবর কর, পুরাও মনের বাসনা।।
'ওয়াকিমুছ ছালাত' হইলে, খোদ পরিচয় তার মিলে
একুল সেকুল কোন কুলে, 'ফাহেশা মুনকার' থাকে না।।
শরীয়তের শরার ঠার, পাঁচ ওয়াক্ত কায়েম সার
সেই নামাজে তোতা মিয়ার, 'ফাহেশা মুনকার' গেল না।।