কে তুমি দাও পরিচয়।
চন্দ্র সূর্য নাম ধরে নশ্বরে উদয়।।
চন্দ্র সূর্য ক্লীবে বর্ণন, মেয়ে পুরুষ আরবী বচন।
আদম ছুরাত আছে লক্ষণ, গোলমালে পড়িতে হয়।।
'ওয়ান্নাজামু' তারার কছম, কোরআনে হইল উত্তম।
'আছহাবুকান নাজুম' বলে নবী হাদিছ কয়।।
পূর্ব রূপে আদম সিধা, হাদিছ শরীফের এই কায়দা।
রূপান্তরে আলোক ভরা, সাধন বিনে নয়।।
পূর্বে তুমি মানব ছিলে, চন্দ্র সূর্য নাম ধরিলে।
সারি সারি তারকা রাশি পৃথিবী নিশ্চয়।।
আবদুল আযীযে কয়, জ্ঞানে গুণী যখন হয়।
বাহের ভিতর হলে সমান, আলোক রাশি হয়।।