শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৫৫

অবুঝ তোমার বুঝ হইল না।
মাটির কানে কথা শুইনে, ভুগিতে চাও যন্ত্রণা।।
মাটির কানে পশু শুনে, মানব শুনে দিলের কানে।
মাটির কানে মানব শুনলে, রইল পশুর তুলনা।।
মাটির চক্ষে পশু দেখে, মানব চক্ষু দিলে রাখে।
মাটির চক্ষে দর্শন করলে, পশু মানুষ ভেদ থাকে না।।
মাটির মুখে পশুর বোল, এতে আছে গণ্ডগোল।
মাটির মুখ মানুষের নহে, খোঁজলে আসল যায় জানা।।
আবদুল আযীয খোঁজ পাইয়া, খাকে দিল খাক মিটাইয়া।
শুনা দেখা বলা আদি, প্রাণের লৌহে কারখানা।।