মাওলানা তোতা মিয়া ফকীর এর গান নং ২৬৩

যাবি যদি মন অবিনাশে
আত্মাভিমান বলি দে রে, বিনয়েরই পাদদেশে।।
কাম ক্রোধ লোভ হিংসা, মায়া মোহ রং তামাসা
ঘৃণা লজ্জা ভয় ইত‍্যাদি, বিক্রি দে রে নির্বিশেষে।।
অবিনাশের পন্থ ধর, ছয়টি রিপুর ঘাড়ে চড়
সরলতা সার করিয়া, প্রেম খেলিও অবশেষে।।
এশক আশেক চেতাইয়া, মাশুক রঙ্গে রং ধরিয়া
নামের মালা গলে লইয়া, মন মজাইও অভিলাষে।।
অবিনাশে যাবে যদি, ছয়টি রিপু কর বাদী
সাধন কর নিরবধি, দেখতে পাবি মন মানুষে।।
ছয়টি রিপু বাধ‍্য করা, আয়ু থাকতে প্রাণে মরা
অবিনাশের এই ধারা, মরা কি আর থাকে পাশে?
তোতা মিয়া শুন কথা, ত‍্যাগ করি দাম্ভিকতা
সার করিয়া সরলতা, রূপের ঘরে ভাব বসে।।