শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৮৭

জোয়ার ভাটা বুঝলে সাধু।
জোয়ার ভাটা না বুঝিলে, বাণিজ্য করা হয়না কভু।।
জোয়ার কালে নৌকা ধর, লাহুত ঘাটে নঙ্গর কর।
ভাটাতে নাছুতে এসে, কর্মক্ষেত্রে বিষম যাদু।।
নাছুত ঘাটে যাদুর মেলা, সাধু বুঝে সেই খেলা।
না জানিলে বিষম জ্বালা, সব হারাইয়া তহবিল শুধু।।
আবদুল আযীয জেনে ফন্দি, যাদু খেলা করে বন্দি।
স্ব-চেতনে করে সন্ধি, জোয়ারে পার ভবসিন্ধু।।