শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৩৮

অ মন, খবর রাখো নি, লা শরীকে শরীক করলে হবে জাহান্নামী।
কলব শূন‍্য গৃহ যাহা, ভূতখানায় শুমার তাহা।।
মুছল্লির কাবা কেবলা সেই গৃহখানি।।
লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লা বিনে নাই আর কেহু।
সামনে কাবা আল্লা কাহা, সন্ধান পাইছ নি।।
'কুলুবুল মোমেনীনে' আছে আল্লা সযতনে
জিন্দা কাবায় বিরাজ করে, খোদে খোদা রব্বানী।।
ছেরকুশি ছাড়িয়া দাও, সত‍্য তত্ত্ব বুঝতে চাও।
মুর্শেদকে মন বিকাইলে পাবে জ্ঞানের খনি।।
আবদুল আযীযে কয়, না বুঝিলে পশু রয়।
'বালহুম আদেল' কোরআন শরীফ খোদ খোদার বাণী।।