দেখবি যদি আয় গো তোরা, দেখবি যদি আয়।
সবুজ রঙ্গের পাখি এক, খেলে কুমিল্লায়।।
উড়ি গেলে প্রাণ পাখি, করবি হায় রে হায়।
ভক্তি সুতে বেন্ধে রাখ, কখন জানি চলে যায়।।
মানব রূপে বিরাজ করে ঐ কুমিল্লায়।
অধর চান্দ দিয়াছে ধরা, এ সুযোগ না পাওয়া যায়।।
কত রঙ্গের করে খেলা, বুঝা মহা দায়।
মন বেরীতে আটকাইয়া, ভজ তার রাঙ্গা পায়।।
কত মধুর কথা কহে, মুনির মন ভুলায়।
মোহন মূরতি সেই, চমক ধরে সর্বদায়।।
নিদ্রাহীন তন্দ্রাহীন হুশিয়ার সদায়।
অজর অমর সেই, ভাবে বুঝা যায়।।
তোতা মিয়া ডাইকা কহে, আয় আয় আয়।
ছুটি পাইলে মন-টিয়া ফিরিয়া না চায়।।