শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ২

দয়াল গফুর, করুণা অপার, নিজগুণ বিতরণে দেও না দিদার ।
দয়াল গফুর, তোমার সনে প্রেম করিয়া কলঙ্ক আমার ।
পরিয়া কলঙ্ক বস্ত্র এসেছি এবার ।।
দয়াল গফুর, আশায় আশায় দিন কাটিল, না পাইলাম কিনারা ।
অকূলের কূল তুমি বচনে তোমার ।।
দয়াল গফুর, তোমায় বুকে রেখে সদা প্রেম আলাপ করিব ।
তব বুকে বুক মিশাইয়া আযীযের আহার ।।