শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৩৫

শ‍্যামের বাঁশি রে ও মোহন বাঁশি।
ঘরের বাহির করলি আমারে।।
ইস্রাফিল নামরে বাঁশি নাছুতের সুর।
মোহন বাঁশির হুহু টানে ডাকিলী আমারে।।
বাঁশির টানে হরে প্রাণ কেয়ামত নিদান।
শিঙ্গাপুরে ঘাটি করে বেনামের হাশরে।।
আবদুল আযীয বাঁশির টানে রইতে না পারিয়া।
হাসর নশ্বর ছুটি দিয়া রহে লাহুতপুরে রে।।