শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৫৯

হা রে, কোন মতে পাইবে খোদা।
জগৎজোড়া মতানৈক‍্য কাহার মতে খোদাওয়ান্দা।।
কালী কৃষ্ণ দুর্গা রাধা যীশু খ্রিষ্ট পুত্র খোদা।
মোহাম্মদ মোস্তফা দোস্ত, কোরআনে করিল জুদা।।
আবদুল আযীযে কয়, খোদা পাইতে যদি হয়।
এশকানলে সব জ্বলিলে অবশিষ্ট রহে খোদা।।