অ মন, তুমি কর দরশন।
দিল দরিয়ার প্রেম বাঁকে খোদে মহাজন।।
ও মনরে, কুল্লু শাইঈন হালেক হইলে, বন্ধু বান্ধব যত ছিলেরে ২।।
সকলে ফেলিয়া দিলে, ইল্লা অজহা মূল রতন।।
ও মনরে, দয়াল নামের গুণের কথা, ব্যাখ্যা করা হবে বৃথা ২।
সীমাহীন ব্যাখ্যা তার, কুলাবে না এই জীবন।।
ও মনরে, ছাড়াইলে ভবের বন্ধু, খোদে বাকা প্রাণসিন্ধু ২।
আবদুল আযীয দেখে ধন্ধ, খোদ কৌশলে মহাজন।।