আমি দিবানিশি কুল পাইলাম না, আমি আমার ভাবনায়
স্ববার মুখে স্ব স্ব দাবী, আমি পাওয়া যায়।।
আমি যদি আমি রব, কি ধন দিয়া বন্ধু পাব।
ফানা দানে বাকা পাওয়া, কভু সম্ভব নয়।।
লবনে বাতাস লাগিলে, জাতি গুণে গুণ মিলে।
লবণ নাম না থাকিয়া জল নামে তার পরিচয়।।
প্রেমের বাতাস গায় লাগিলে, লবণের স্বভাব মিলে।
ফানা যায়রে ফানা হইয়া, জাতি রূপের আলোক পায়।।
হাদিছ তফছির ফেকা অছুল, তাছাওয়াফের গণ্ডগোল।
দেখে শুনে হইলাম বেভুল, ফানা বাকায় পেচ খেলায়।।
বন্ধুতে লুকিয়ে গেলে আলিফে লাম ছুরত মেলে।
লামের নামে আলেফ ভাসে প্রেমের দরিয়ায়।।
প্রেম সাগরে ঢেউ কাটিলে, আয়নাল একিন চক্ষু মিলে।
নূরুল একিন ঠিক করিলে হাককুল একিন মীমে হয়।।
রূপ সাগরে ঝিকিমিকি, দেখে তুমি মারছ উকি।
রূপ নেহারি সজীব থাক, আবদুল আযীয কয়।।