শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ৬৫

আদমপুরে রূপগঞ্জের হাট দেখ না।
কত সাধু সওদাগরে করে বেচা কিনা।।
রূপের বাড়ি রূপের ঘর, রূপের কারখানা।
প্রেম পুঁজিতে সাধুজনে লার করে যায় দুনা।।
প্রেমিকের মাল বস্তা ভরা, নৌকায় বোঝাই ধরে না।
অপ্রেমিক কপাল পোড়া, হারা পথে ভাবনা।।
'হাক্কুল একিন' রশি দিয়া মন কষিয়া বান্ধনা।
যাত্রা করে বাওড় দিয়া, রূপগঞ্জের হাট কর না।।
রসের নাগর রসের তানে, তাল তোলা তার সাজনা।
রসিকগণে মোহন বাঁশির সুরে রসিক দেওয়ানা।।
প্রেম সাগরে ঢেউ দেখিয়া, ভয় করিয়া রইও না।
প্রেমময়ের রূপের জ‍্যোতি, লহরী তার নমুনা।।
প্রেম সাগরে জোয়ার ধরা, শির পরে তার ঠিকানা।
আবদুল আযীয নাম ধরিয়া রইয়ে গেল কুমিল্লা।।