শাহসূফি দেওয়ান আব্দুল আযীয এর গান নং ১৪৮

আমায় হাতে ধরে টেনে নেও, আমায় হাতে ধরে টেনে নেও।
কে জানি পেছন থেকে বাধা দিতে ফেলছে পাও।।
পথে কাঁটা ফেলে রেখে হেসে হেসে রং চাও।
কাঁটাবন অগ্নিদাহে ছুজন করে খোলে দাও।।
এক মে দ্বিতীয় নাস্তি, বিঘ্নরূপী ছল জুড়াও।
কর্ম যদি হবে ইহা দোষ গুণ রবে কেউ।।
তুমি আমি আমি তুমি, তবে আবার রবে কেউ।।
থাকলে তুমি রব আমি, আবদুল আযীয মেনে নেও।।